Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সম্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়।
Details

আজ ০৭/০২/২০১৮ ইং রোজ- বুধবার, ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব, মোহাম্মদ শওকত আলী (বিএসসি, বিএড) এর সভাপতিত্বে  ইউনিয়ন পরিষদের কম্পলেক্স ভবনে মাসিক আইন-শৃঙ্খলা সম্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়।

========================================================================================================

আজ ০৭/০২/২০১৮ ইং রোজ- বুধবার, ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব, মোহাম্মদ শওকত আলী (বিএসসি, বিএড) এর সভাপতিত্বে  ইউনিয়ন পরিষদের কম্পলেক্স ভবনে মাসিক আইন-শৃঙ্খলা সম্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়াম্যান মহোদয় বর্তমান সরকার আইন- শৃঙ্খলার মাধ্যমে জনগনকে যে ভাবে নিরাপত্তা দিয়ে আসছেন তাহা অতীতের কোন সরকার দ্বারা সম্ভব হয়নি। মানুষ নিবীর্ঘনে তাদের জীবন- জীবিকা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু লোক কতিথ, জমায়াত- বিএনপি সন্ত্রাসী সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে। তিনি আরো বলেন আগামী ০৮/০২/ ২০১৮ ইং তারিখ যাতে কোন ধরণের সন্ত্রাসবাদ সৃষ্টি করতে না পারে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান, ধমীয় উপসণালয়, সরকারী ভবন, সরকারের সম্পদ,  ক্ষতিগ্রস্থ না করতে পারে  সেই জন্য প্রতিটি ওয়ার্ড সদস্যকে সজাগদৃস্টি রাখার আহবান করেন। এই সময় উপস্থিত ছিলেন , ইউপি সকল সদস্যবৃন্দ, ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, মোঃ আবুল বাসার মুন্সী, ইউপি হিসাব সহকারী, ইউডিসি উদ্যোক্তা, সহ বিভিন্ন পেশার সংগঠনের সদস্যবৃন্দ।

 

Images
Attachments
Publish Date
07/02/2018
Archieve Date
31/08/2018