Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন বা সরাসরি যাচাই বাচাই করা
Details
এতদ্বারা ৮নং পাইকপাড়া দক্ষিণ  ইউনিয়নের  সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদ ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসতে আগামি  ২৬সে আগস্ট ২০২৩ ইং তারিখ রোজ শনিবার  হইতে ২৯ আগস্ট ২০২৩ ইং রোজ মঙ্গলবার পর্যন্ত ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন বা সরাসরি যাচাই বাচাই করা হইবে। উল্লখ্য যে ২৬ আগস্ট ২০২৩ শনিবার ১ ও ২ নং ওয়ার্ড। ২৭ আগস্ট ২০২৩ রবিবার ৩ ও ৪ নং ওয়ার্ড। ২৮ আগস্ট ২০২৩ সোমবার ৫ ও ৬ নং ওয়ার্ড। ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার ৭ নং ৮নং ও ৯নং ওয়ার্ড। নির্ধারিত দিনে স্ব- স্ব ওয়ার্ডের ভাতাভোগীদের সকাল ৯ ঘটিকার সময় উপস্থিত হয়ে লাইভ যাচাই বাচাই সম্পর্ন  করতে হবে। উক্ত সময়ে  স্বশরীতে এসে যাচাই সম্পন্ন না করিলে উক্ত ভাতাভোগীকে মৃত / নিরুদ্দেশ হিসাবে গন্য করা হবে।
যাচাই বাচাই কালীন সময় যে যে কাগজপত্র প্রয়োজন তা হলো। ০১.ভাতাভোগী স্ব-শরীতে উপস্তিত থাকতে হবে। এবং নিজ  ভাতা বহি ও জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।
০২। বয়স্ক ভাতার ক্ষেত্রে এন আইডির মুল কপি ও ভাতা বই সাথে আনতে হবে।
০৩। বিধবা ভাতার ক্ষেত্রে এন আইডির মূল কপি, ভাতার বই, স্বামীর মৃত্যুর সনদ পত্র, বিধবা হলে চেয়ারম্যান  কতৃক প্রত্যয়ন পত্র। 
০৪। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী সুবর্ন নাগরিক আইডি কার্ড এর মুল কপি ও ভাতা বই সাথে আনতে হবে।
৫। প্রত্যেক ভাতাভোগীর নিজ নিজ মোবাইল সংগে আনতে হবে।
ধন্যবাদান্ত
শেখ হোসেন আহম্মদ রাজন
চেয়ারম্যান
৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ
ফরিদগঞ্জ, চাঁদপুর।
Images
Attachments
Publish Date
18/08/2023
Archieve Date
08/09/2023