এতদ্বারা অত্র ৮নং পইকপাড়া (দ:) ইউনিয়নের সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষনা মোতাবেক অন-লাইনে (g2g) পদ্ধতিতে মালয়েশিয়া কর্মী প্রেরণ করার জন্য রেজিষ্টেশন শুরু করা হয়েছে,সে মোতাবেক আগামী-১৯,২০,২১ ইং তারিখে চট্রগ্রাম বিভাগে তথা ৮নং পাইকপাড়া (দ:) ইউনিয়নে রেজিষ্টেশন শুরু হবে। উল্লেখিত তারিখে সকাল ৯ ঘটিকার সময় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে মালয়েশিযা গমনে আগ্রহী জনগনকে রেজিষ্টেশন করার জন্য অনুরোধ করা গেল।
মালয়েশিয়া গমন কর্মীর সে সকল কাগজ পত্র প্রয়োজন হবে।
* জন্ম সনদ,অথবা জাতীয় পরিচয় পত্র,অথবা MRP পার্সপোর্ট মূল কপি বা ফটোকপি।
মালয়েশিয়া গমন কর্মীর অন্যান্ন যোগ্যতা:-
১। আবেদন কারী অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। আবেদন কারী অবশ্যই নিজ জেলা ,উপজেলা এবং নিজ ইউনিয়ন হইতে রেজিষ্টেশন করতে হবে।
৩। শারিরিক যোগ্যতা:- আবেদন কারীর কম পক্ষে ৫০ কেজি ওজন হতে হবে এবং নির্মে ২০ কেজি ওজন বহন ক্ষমতা থাকতে হবে।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন
মো: আব্দুল কাদির লিটন
পরিচালক
৮নং পাইকপাড়া (দ:) ইউনিয়ণ তথ্য ও সেবা কেন্দ্র
মোবাইল নং-০১৭১৬-৫৬৪৫৫১
ইমেল-akadir48@yahoo.com
আদেশ ক্রমে
কর্তৃপক্ষ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস