* মনোনিত হওয়ায় সংশোধিত কনফারমেশন কার্ড * পাসপোর্ট (MRP) সঙ্গে আনতে হবে। যাদের পাসপোর্ট নাই তারা ১০ দিনের মধ্যে পাসপোর্ট (MRP) প্রশিক্ষন চলাকালীন সময়ে সংগ্রহ করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনে সংশ্লিষ্ট টিটিসি হতে দাপ্তিরিক সহযোগিতা দেয়া হবে। * বিজ্ঞপ্তিতে উল্লেখিত নমুনা অনুযায়ী মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র (GOOD CONDUCT CERTIFICATE) আনতে হবে। * সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ( ব্যাক গ্রাউন্ড সাদা) * শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) ১ সেট ফটোকপিসহ। *প্রশিক্ষন চলাকালীন ১০ দিনের মধ্যেই মেডিকেল সম্পন্ন হবে। মেডিকেল টেস্ট ফি বাবদ ৩,৫০০/- টাকা সঙ্গে আনতে হবে। * বাছাই সম্পন্ন হওয়ার পর পরই ১০দিনের ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে। কোর্স ফি ১০০০/- টাকা সঙ্গে আনতে হবে। * নিজস্ব ব্যাবস্থাপনায় ১০ দিন থাকা খাওয়ার প্রস্তুতি ও খরচ নিয়ে আসতে হবে। উপস্থিত হওয়ার তারিখ :-০৫/০২/২০১৩, সময় সকাল ৯.০০টা উপস্থিত হওয়ার স্থান:-কুমিল্লা ঠিকানা:-কোটবাড়ী কুমিল্লা ফোন:-০৮১-৬৫৬৬২/৬৫৯ | |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস