বর্তমানে আমাদের অনেকেরই ধান ক্ষেতে পাতা মোড়ানো পোকায় আক্রান্ত হয়ে পড়েছে আজ আমি আপনাদের সাথে কোন ঔষুধের মাধ্যমে এই পোকা তাড়ানো যায় সেই নিয়মটা এবং ঔষুদের নাম আলোচনা করবো। ১০ (দশ) লিটার পানির সাথে ১৫ গ্রাম এসাটাফ ও ১০ গ্রাম এম এল নাইট্রে মিশিয়ে (প্রতি ৫ শতকের হিসাব) জমিতে স্প্রে করলে এই পোকা তাড়ানো সম্ভব।
আরো বিস্তারিত জানতে
স্ব - স্ব উপ-সহকারি কৃষি কর্মকর্তার সহিত যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস